Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রেকর্ড ছুঁয়েছেন বুফেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


দুর্দান্ত ভলিতে পাওলো দিবালাই এগিয়ে দিয়েছিলেন জুভেন্টাসকে। জিয়ানলুকা কাপরারি সমতায় ফেরান সাম্পদোরিয়াকে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো দলকে এগিয়ে নিতে খুব সময় নেননি। প্রথমার্ধেই ম্যাচের মীমাংসা হয়ে গেছে।

বুধবার রাতে দিবালা আর রোনালদোর গোলে ভর করে ইতালিয়ান সিরিআ'য় ঘরের মাঠের সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। যে ম্যাচে রেকর্ড গড়েছেন জুভ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। 

এটি ছিল বুফনের ক্যারিয়ারের স্মরণীয় এক রাত। বর্ষীয়ান এই গোলরক্ষক এদিন সিরিআ'তে পাওলো মালদিনির ৬৪৭ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছেন। জুভেন্টাসের হয়ে গোলরক্ষক হিসেবে ৪৭৯ ম্যাচ খেলার নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি।

এই ম্যাচ শেষে ১৭ খেলায় ১৩ জয় আর ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে আছে জুভেন্টাস। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান।

Bootstrap Image Preview