Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগামী ২৬ মার্চ রাজাকারের সংশোধিত নতুন তালিকা প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


ব্যাপক উৎসাহ নিয়ে গত ১৫ ডিসেম্বর রাজাকারের তালিকা প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

১০ হাজার ৭৮৯ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করা হয়। এরপর সেই তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় শুরু হয় তুমুল বিতর্ক।

নানা সমালোচনার পর অবশেষে গতকাল স্থগিত করা হয়েছে রাজাকারের তালিকা। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল পাঁচটা নাগাদ এই তালিকা সেই ওয়েবসাইট থেকেও তুলে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে স্বাধীনতার ৪৮ বছর উদযাপনের ঠিক একদিন আগে এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সকল যাচাই বাছাই শেষে এই তালিকা দেয়া হয়েছে বলে জানানো হলেও পরদিন এ নিয়ে বিতর্কের পরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আবার জানান, তালিকাটি তারা প্রস্তুত করেনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া তালিকা সংশোধন ছাড়াই তারা প্রকাশ করেছে।

এদিকে আগামী ২৬ মার্চ রাজাকারের সংশোধিত নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে।

Bootstrap Image Preview