Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে চাকরি মেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview


বৈধ পথে বিদেশ যাওয়া ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। এই মেলার মাধ্যমে চাকরিসহ বিভিন্ন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের সুযোগ পাচ্ছে চাকরি প্রত্যাশীরা। এতে ভোগান্তি কমার পাশাপাশি চাকরির নিশ্চিয়তা পাবে বলে মনে করেছে স্থানীয় প্রশাসন।

আজ বুধবার সকালে এই মেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম। মেলার মাধ্যমে বেকার যুবক ও যুব মহিলারা সরাসরি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে। সেই সঙ্গে দালাল ছাড়াই স্বল্প খরচে ও বৈধভাবে চাকরি নিয়ে বিদেশ যাওয়ার ধারণা পাচ্ছেন।

মেলায় ১৫টি স্টলে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিদেশ গমনকারীদের কাছ থেকে সিভি সংগ্রহ করেছেন। পরে বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা করছেন।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) কাজী শহিদুল ইসলাম বলেছেন, বিদেশে বেশি জনশক্তি পাঠানোর পরও দক্ষ না হওয়ার কারণে বিভিন্ন দেশের তুলনায় রেমিটেন্স কম অর্জিত হচ্ছে। যুবক ও যুব মহিলাদের দক্ষ করে গড়ে তুলে বিদেশ পাঠানোর মূল লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।

 

Bootstrap Image Preview