একদিকে উত্তপ্ত গোটা ভারত। অন্যদিকে অশান্তি সীমান্তেও। অনুপ্রবেশের চেষ্টা চালাতে গিয়ে ভারতীয় সেনার হাতে মৃত্য হল দুই পাক সেনার। পাকিস্তানের BAT বাহিনী ভারতে হামলার চেষ্টা চালাচ্ছিল। পাক সেনার সেই ছক বানচাল করে ভারত। কাশ্মীরে পুঞ্চ সেক্টরে এই ঘটনা ঘটেছে। খবর এনপিটিভির।
এই ঘটনায় এক ভারতীয় সেনাও শহীদ হয়েছেন। দুই পক্ষ থেকে রকেট লঞ্চার ও অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ছোঁড়া হয়েছে।
জানা গেছে, পাকিস্তানি স্পেশাল সার্ভিসের একটি দল ভারতীয় সেনাকে লক্ষ্য করে আক্রমণ চালাতে যায়, সেইসময়ই এই ঘটনা ঘটে।
ভারতীয় সেনার রাইফেলম্যান সুখবিন্দর সিং-এর বুকে সোজা গুলি এসে লাগে। সেখানেই মৃত্যু হয় তাঁর। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, অন্তত দুই পাক সেনার মৃত্যু হয়েছে। পাক সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট।