Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘নো হেলমেট, নো ফুয়েল’ নজরদারিতে পেট্রল পাম্পে সিসি ক্যামেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নীলফামারীতে পেট্রল পাম্পগুলোতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ব্যানার লাগানো হয়েছিল অনেক আগে। পুলিশ প্রশাসনের নির্দেশে ওই ব্যানার ঝোলানো হলেও সেটি বাস্তবায় হয়নি। এবার ওই ‘নো হেলমেট, নো ফুয়েল’ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার পেট্রল পাম্পগুলো আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়।

আজ রবিবার বিকেলে জেলা শহরের বাদিয়ার মোড় নামক স্থানে মুক্তা পেট্রল পাম্পে ওই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান, রবিউল ইসলাম, রুহুল আমিন, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ, আজাদ হোসেন খান প্রমুখ।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, জেলায় মোট ৩৯টি পেট্রল পাম্প রয়েছে। এরমধ্যে এ পর্যন্ত ১৯টিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রম বাকিগুলোতে স্থাপন করা হবে। পেট্রল পাম্প মালিক নিজস্ব অর্থায়নে এসব সিসি ক্যামেরা স্থাপন করছেন।

তিনি বলেন, পেট্রল পাম্পের নিরাপত্তা এবং হেলমেট ছাড়া ফুয়েল দেওয়া হচ্ছে কিনা সেটি মনিটরিং করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Bootstrap Image Preview