Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চতুর্থ সাইকেলে ১৩ তম কেমোথেরাপি শুরু এন্ড্রু কিশোরের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চতুর্থ সাইকেলে ১৩ তম কেমোথেরাপি শুরু হয়েছে এন্ড্রু কিশোরের। গত সেপ্টেম্বর থেকেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কোনো ধরনের গুজবে কান না দিয়ে এন্ড্রু কিশোরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

সিঙ্গাপুরে ডা. লিমসুন থাইয়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন এন্ড্রু কিশোর। এ পর্যন্ত তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি নেয়া হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) থেকে চতুর্থ সাইকেলে তাকে কেমোথেরাপি দেয়া শুরু হয়েছে।

এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তহবিল গঠনের আবেদন করেছেন তার স্ত্রী। ‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে এটি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসা বোর্ডের কাগজপত্র নিয়ে সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিরা এই অনলাইন ফান্ডিংয়ের পেজ চালু করেছেন। এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের সার্বিক তত্ত্বাবধান করছেন মোমিন বিশ্বাস।

Bootstrap Image Preview