Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নববধূর সাথে দে’খা হওয়ার আগেই মা রা গেল স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview


নারায়ণগ’ঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী গ্রামের হোসেন আলীর ছেলে আবু কালাম( ৩২)। কাজের জন্য মালয়েশিয়ায় থাকতেন তিনি। গেল ৮ ডিসেম্বর, রাতে ঘুমের মধ্যে তিনি মা রা যান।

অ’ভিবাসী ক’র্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের ফিল্ড অফিসার আমিনুল হক জা’নান, আবু কালাম ১০ বছর ধরে মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে থেকে কাঠ মিস্ত্রী হিসেবে কাজ করত। ৬ মাস আগে মোবাইল ফোনে তিনি বিয়ে করেন।

আগামী ২৬ ডিসেম্বর সে দেশে ফি’রে আসার কথা ছিল কিন্তু এরই ম’ধ্যে চ’লে গে’ছে না ফে’রার দেশে। এ দিকে তার মৃ' ত্যু খবর পেয়ে গোটা পরিবারে শো’কের ছা’য়া নে'মে এসে’ছে।

নববধূর সাথে দে’খা হওয়ার আগেই স্বামী মা রা যাওয়ার ঘ’টনা মে’নে নিতে পা’রছে না পরিবারের কেউ। ভাগ্য ব’দলের আশায় বিদেশ গিয়ে আজ তাকে লা শ হতে হলো। আমিনুল হক আরো জা’নান, আমরা লা শ দেশে ‘ফিরিয়ে আনার জন্য কাজ করছি।

Bootstrap Image Preview