Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview


ইরানের ওপর নতুন করে আরেকটি নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী মালামাল ও অস্ত্র পরিবহনের অভিযোগে বুধবার ইরানের বৃহত্তম এয়ারলাইন এবং এর জাহাজ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়।

শনিবার বন্দি বিনিময় করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের স্নাতকের শিক্ষার্থী জিউয়ে ওয়াং গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন বছর ধরে ইরানে বন্দি ছিলেন।

অপরদিকে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ইরানি গবেষক মাসুদ সোলাইমানিকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে বৈরি সম্পর্কের এই দেশ দু’টির মধ্যে বন্দি বিনিময় খুব একটা দেখা যায় না।

দু’দেশের মধ্যে বন্দি বিনিময়ের এমন বিরল ঘটনার কয়েক দিনের মাথায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এছাড়া যুক্তরাষ্ট্র এরপরেই নতুন করে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করে।

Bootstrap Image Preview