সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এই সময়ের মধ্যে তার অভিযোগের স্বপক্ষে প্রমাণ হাজির করতে বলেছেন তিনি। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ বুধবার সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন এ হুঁশিয়ারি দেন। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনকে দুর্নীতিবাজ ও টকশ’বাজ বলে অভিহিত করেন শাজাহান খান।
সংবাদ সম্মেলেনে এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘এসবই নতুন সড়ক পরিবহন আইনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।’ শাজাহান খানরা নিজেদের স্বার্থ হাসিলে শ্রমিকদের ব্যবহার করছেন বলে পাল্টা-অভিযোগ করেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন বিদেশি অর্থায়নে নয়, পরিচালিত হয় সংগঠনের সকল স্তরের কর্মীদের চাঁদা ও দেশীয় প্রতিষ্ঠানের স্পন্সরের মাধ্যমে।’
পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে জনগণের কাছে নেতিবাচক কথা বলেন ইলিয়াস কাঞ্চন। শাজাহান খানের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি কখন, কোথায় আমি পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে কথা বলি সেটা প্রমাণ করতে হবে। আমি সব সময় কথা বলে আসছি অন্যায়ের বিরুদ্ধে। আমি কথা বলি অনিয়মের বিরুদ্ধে, বিশৃঙ্খল পরিবেশের বিরুদ্ধে। আর সেটা যদি কারো বিপক্ষে যায় সেটা কি খুব বেশি অন্যায় হবে।’
পরিবহন সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টদের উল্টো প্রশ্ন করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বছরের বিভিন্ন খাতের নামে যে টাকা উত্তোলন, চাঁদা আদায় করা হয় সেই টাকার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে। কয়টা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে শ্রমিকদের দক্ষ করার জন্য।’