Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে ব্যতিক্রমধর্মী পুরুষ রান্না উৎসব!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কাজকে নারী পুরুষে ভাগ না করে কাজকে শুধু কাজ হিসেবেই প্রতিষ্ঠিত করতে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ভিন্নরূপে পুরুষ রান্নার উৎসব। পুরুষদের এমন রান্নার উৎসবে আসতে পেরে খুশি দর্শনার্থীরা। তেমনি উৎসবে যোগ দিতে পেরে ও নারীদের মতো রান্না করতে পেরে খুশি অংশগ্রহণকারী পুরুষরাও।

একশন এইড বাংলাদেশ ঘোড়াঘাটের পাওয়ার প্রকল্পের আয়োজনে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এই রান্না উৎসব অনুষ্ঠিত হয়। দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এর শুভ উদ্বোধন করেন।

রান্না মেলায় আগত দর্শনার্থী সামসুল ইসলাম সামু জানান, নারীরাই যে শুধু রান্না করতে পারে সেই ধারনা পাল্টিয়ে দিতে এই উৎসবে যোগ দেওয়া। নারীদের পাশাপাশি পুরুষরাও বেশ ভালো রান্না করতে পারে সেটা দেখা যাচ্ছে। তাদের এই রান্নার কাজে সহযোগিতার কারণে কর্মজীবী নারীরা আরো এগিয়ে যাবে।

আয়োজক একশন এইড বাংলাদেশ প্রকল্প অফিসার সামীয়ুর রহমান জানান, কাজকে শুধু কাজ হিসেবে মনে করার উদ্দেশেই এই আয়োজন। নারীরা সাংসারিক যে কাজগুলো করে সেগুলোর প্রতিদান তারা পায় না। তারা কোনো অর্থনৈতিক কাজেও সম্পৃক্ত হতে পারে না।

ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম জানান, নারীর পাশাপাশি পুরুষরাও যে রান্নার কাজে ও গৃহস্থালীর কাজে নারীকে সহযোগিতা করতে পারে এই আয়োজনের মাধ্যমে তা বুঝতে পারলাম। ঘরে এ রকম নারীরা অন্যান্য কাজে অংশগ্রহণ করতে পারবে।

 

Bootstrap Image Preview