Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জোরপূর্বক বিয়ে, স্কুলছাত্রীর আত্মহত্যা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview


বিয়েতে রাজি না থাকায় এবং ইচ্ছের বিরুদ্ধে অন্যত্র বিয়ে দিতে চাওয়ায় পরিবারের ওপর রাগ করে পাবনার চাটমোহরে ঝর্ণা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

আজ সোমবার ভোরে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা খাতুন ঐ এলাকার উকিল প্রামাণিকের মেয়ে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঝর্ণার ইচ্ছের বিরুদ্ধে পরিবারের সদস্যরা হান্ডিয়াল বল্লভপুর গ্রামে বিয়ে ঠিক করেন। মেয়েটি গ্রামের একটি ছেলেকে পছন্দ করতো। ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ের দিন ধার্য করায় মনের ক্ষোভে রবিবার রাতে ঘরে রাখা কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। সোমবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের এসআই খোকন চন্দ্র দাস জানান, মেয়েটির মৃত্যুর খবর জানার পরেই তার বাড়িতে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছি। চাটমোহর থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করানো হয়েছে।

Bootstrap Image Preview