Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাছে গাছে আল্লাহর জিকির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-তারাগন সড়ক। সড়কটি সবসময় গাড়ি ও মানুষ চলাচলে ব্যস্ত। সেই ব্যস্ত সড়কের দুই পাশে রয়েছে নানা প্রজাতির ছোট-বড় অসংখ্য গাছ। সেই অসংখ্য গাছে শোভা পাচ্ছে আল্লাহর জিকির। এমন দৃশ্য সড়কে চলাচলকারী সবার নজর কেড়েছে।

তারাগন-নারায়নপুর সড়কের দুই পাশের সব গাছে মহান আল্লাহের গুণবাচক নাম সম্বলিত ফেস্টুন পেরেক দিয়ে সাঁটানো হয়েছে। ঝড় বৃষ্টি থেকে ফেস্টুনগুলোকে বাঁচাতে করা হয়েছে লেমেনেটিং। ফেস্টুনে লেখা রয়েছে আলহাদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহসহ আল্লাহ তাআলার গুণবাচক নাম। 

পৌর শহরের তারাগনের প্রবাসী মো. রাসেল মিয়া এ ব্যতিক্রমী উদ্যোগ নেন। তিনি সড়কের পাশে মহান আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো কম্পিউটারের মাধ্যমে কাগজে লিখে লেমেনেটিং করে গাছে গাছে সাঁটিয়েছেন।

মো. রাসেল মিয়া বলেন, মুসলমান হিসেবে সবসময় আল্লাহর নাম স্মরণ রাখা দরকার। চলার পথে মানুষ যেন আল্লাহর নাম ভুলে না যায়, তাই এ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নামগুলোর অনেক ফজিলত রয়েছে।  

মো. আব্দুর রৌউফ চৌধুরী বলেন, গাছের মধ্যে অনেক ফেস্টুন থাকে। অনেক সময় তাকাতে ইচ্ছা হয় না। কিন্তু আল্লাহর জিকির লেখা সম্বলিত ফেন্টুন গাছে সাঁটানো সত্যিই প্রশংসনীয়।  

মো. আবুল কালাম, বলেন, সড়কের দুই পাশের গাছগুলো পরিবেশ বান্ধব। সেই সঙ্গে গাছে গাছে আল্লাহর জিকির লেখা দেখা মাত্র আল্লাহকে স্মরণ হয়। প্রতিদিন সকালে সড়কের পাশে হাঁটা হয়। তাই ফেস্টুন দেখলেই জিকির করি। এখন জিকির অভ্যাসে পরিণত হয়েছে।

Bootstrap Image Preview