Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরাকে বিক্ষোভকারীদের ওপর গুলি নিহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:০৩ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:০৩ AM

bdmorning Image Preview


ইরাকে চলমান বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, গতকাল শুক্রবার ইরাকের  রাজধানী বাগদাদের খিলানি স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর একটি গাড়ির ভেতর থেকে বন্দুকধারীরা গুলি চালায়। এরপর বিক্ষোভকারীরা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করেন। বন্দুকধারীদের গুলিতে ততক্ষণে অন্তত ১৫ জন নিহত হন।

বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু বাগদাদের তাহরির স্কয়ারেও গতকাল শুক্রবার হামলা চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।তাহরির স্কয়ারে তার মাত্র একদিন আগে ছুরিকাঘাতে ১৩ জন নিহত হয়েছেন।

গত অক্টোবর থেকে সরকারবিরোধী বিক্ষোভে শতাধিক নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজারেরও ওপরে। এ বিক্ষোভে বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও নিহত হয়েছেন। বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদী গত সপ্তাহে পদত্যাগ করেছেন।

Bootstrap Image Preview