ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাচুলী গ্রামে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার ও এক পুলিশ সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার পাগলা থানার পাচুলী গ্রামে রফিকুল ইসলাম সাইদুলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রফিকুল ইসলাম সাইদুল বলেন, ঘটনার দিন রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৬০ ফুট লম্বা বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রেজাউল করিম, পাগলা থানার কনষ্টেবল উৎপল আহত হয়েছে।