Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পদ্মায় জেলের নৌকায় লাফিয়ে উঠলো ১৭ কেজির কাতল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


পদ্মা নদীতে এক জেলের নৌকায় লাফিয়ে উঠলো ১৭ কেজি ওজনের কাতল মাছ।

গতকাল বুধবার ভোরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের জেলে মো. তৈয়ব মিয়ার নৌকায় ওই মাছটি লাফিয়ে ওঠে।

জানা যায়, প্রতিদিনের মতোই জেলে তৈয়ব মিয়া নৌকা নিয়ে মধ্য রাত থেকে মাঝ পদ্মায় জাল ফেলেন। ভোরের দিকে হঠাৎ তার নৌকায় লাফিয়ে ওঠে বড় সাইজের একটি কাতল মাছ। বহু কষ্টে তৈয়ব মিয়া মাছটিকে টেনে-হিঁচড়ে নৌকায় আটকাতে সক্ষম হন।

পরে সকাল সাতটার দিকে মাওয়া ঘাটের হাজী মো. আ. মজিদ শেখের মৎস্য আড়তে বিক্রির উদ্দেশে নিয়ে আসেন মাছটি। এ সময় বিশাল আকৃতির কাতলা মাছটি একনজর দেখতে লোকজন আড়তে ভিড় জমায়।

মৎস্য আড়ৎ মালিক আ. মজিদ শেখ জানান, পদ্মায় ১৭ কেজির কাতল মাছ লাফিয়ে ওঠতে সচরাচর দেখা যায় না। এ সাইজের মাছ প্রথম দেখেছি।

তিনি আরও জানান, ১৭ কেজি ওজনের এ মাছটির দাম ওঠেছে ২১ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করেন।

Bootstrap Image Preview