Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএসএফ এর গুলিতে আহত যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত আবুল হাসেম নামে বাংলাদেশি এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে গতকাল মঙ্গলবার ভোরে বিএসএফের গুলিতে আহত হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় তাকে। মঙ্গলবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আবুল হাসেম নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ।

মঙ্গলবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরীর পাখিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন আবুল হাসেম।
মঙ্গলবার ভোর রাতে আবুল হাসেমসহ ৪/৫জনের একটি দল গরু আনার জন্য ভারতের আসাম রাজ্য সীমান্তে যায়। সেখানে বিএসএফের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন হাসেম। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করে।

রংপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview