Bootstrap Image Preview
ঢাকা, ১১ শুক্রবার, জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে ওয়াশিং মেশিনে কাপড় পেঁচিয়ে শ্রমিক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


গাজীপুরে শ্রীপুর উপজেলায় কারখানার ওয়াশিং মেশিনের ভেতর কাপড় পেঁচিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মুস্তাফির রহমান (২৩)।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলা পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাফির রহমান ময়মনসিংহের গৌরীপুর থানার ধরুয়া রামনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তিনি মাস্টারবাড়ী এলাকার শফিকুল ইসলাম বিপুলের বাড়িতে ভাড়া থেকে হাউ আর ইউ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওয়াশিং অপারেটর পদে চাকরি করতেন।

শ্রীপুর থানা পুলিশের এসআই আশরাফুল্লাহ্ জানান, মুস্তাফির বিকালে কারখানার ওয়াশিং মেশিনের ভেতর কাপড় ঢুকানোর কাজ করছিলেন।

এ সময় অসাবধানতাবশত কাপড়ে শরীর পেঁচিয়ে তিনি মেশিনের ভেতর ঢুকে যায়। এতে ঘুর্ণায়মান মেশিনের মধ্যে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Bootstrap Image Preview