Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যবহারিক পরীক্ষার সময় ল্যাবে বিস্ফোরণ, দগ্ধ ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯, ১১:৪০ AM

bdmorning Image Preview


নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের রসায়ন ল্যাবে বিস্ফোরণে সাত শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।

গতকাল রবিবার বিকেলে প্রতিষ্ঠানটির কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর ইসলাম, রাকিবুল ইসলাম, রাফি আক্তার, শফিকুল ইসলাম সাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম সাফি। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। নওগাঁ সদর হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview