Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদ্রাসায় বসে বিজয় দিবসে নাশকতার পরিকল্পনায় ২০ শিবিরকর্মীকে আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মহান বিজয় দিবসে নাশকতার পরিকল্পনার সময় ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ছাত্র শিবির ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার ভাদুঘর আল হেরা হাফিজিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের সূত্রমতে, খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি, পোস্টার ও কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মো. নাইমুল ইসলাম (২৮), মো. নুরুল আমিন (২৭), মো. জামিল উদ্দিন (২৫), মো. সালমান পারভেজ (২১), শেখ সাদিক (২১), হাসান মাহমুদ (২১), জহিরুল ইসলাম (২২), আম্মার হোসাইন (২০), মো. আবু সাইদ (১৯), ছেলে হায়দর (১৮), মো. কাওসার হোসেন (২১), মো. হাবিবুর রহমান (২০), মো. মিনহাজ (১৮),মো. সাহাবুদ্দিন (১৯), মো. শাহজালাল (২৭), মো. সাইফুল ইসলাম (২০), মাহমুদ (২০), মো. জাকারিয়া (১৮), মো. আলামিন (২২), মো. জাহিদুল ইসলাম (২৪)।

জেলা অতিরিক্তি পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

 

Bootstrap Image Preview