সারাদেশে নৌ-ধর্মঘট শুরু হলেও মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ধর্মঘটের কোন প্রভাব পড়েনি। এ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, সারাদেশে নৌযান চলাচল বন্ধ থাকায় যাত্রীর চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। শনিবার (৩০ নভেম্বর) সকালে পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌযান শ্রমিকরা জানান, এ নৌরুটে মোট ৩৪টি লঞ্চ ও ১৮টি ফেরি রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নৌযান শ্রমিক ফেডারেশনের কোনো শাখা নেই। ফলে এখানে তাদের কোনো নির্দেশ নেই। এতে এ নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে লঞ্চ ও ফেরিতে।
উল্লেখ্য, বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাত থেকে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা।