Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোয়াল ঘরে মিললো ২ কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৫০ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৫০ AM

bdmorning Image Preview


হবিগঞ্জের চুনারুঘাটের উত্তর নরপতি এলাকার এক কৃষকের গোয়ালঘর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের একটি বিএমডব্লিউ প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সিলেট অফিসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেবের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়।

রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়িটি বিদেশ থেকে আনা হয়। এতে প্রায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি দেন চুনারুঘাট উপজেলার বাসিন্দা গাজিউর রহমান গাজী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় তিনি কোনো কাগজপত্রও দেখাতে পারেননি। তাই গাড়িটি জব্দ করা হয়েছে। সব কিছু যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে মামলা দায়ের হবে বলেও জানান রাজস্ব কর্মকর্তা।এর মালিক গাজিউর রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন।

আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে তিনি স্থানীয় কৃষক আজগর আলীর গোয়ালঘরে গাড়িটি লুকিয়ে রাখেন।

জানা গেছে, গাজিউর রহমান প্রায় এক মাস আগে একটি মামলায় জেলা জজ আদালত থেকে জামিন নেন। এ সময় তার পাসপোর্ট আদালতে জমা রাখা হয়। এ ছাড়া মৌলভীবাজারে তার প্রতিষ্ঠিত একটি ফিলিং স্টেশনের ব্যবসার লভ্যাংশ না দেওয়ার অভিযোগ দুদকসহ বিভিন্ন দপ্তরে দিয়েছেন গাজীর দুই অংশীদার।

Bootstrap Image Preview