Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিলাইছড়িতে গরুর ফসল খাওয়া নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় গরুর ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় গ্রাম পুলিশ দীপংকর তঞ্চঙ্গ্যা (৩০), শ্রীকান্ত তঞ্চঙ্গ্যা (২০) নামে দু’জন নিহত হয়েছেন। এঘটনায় সোনাবালা মারমা, প্রশান্ত মারমা নামে অপর দুজন আহত হয়েছেন।শুক্রবার (২৯ নভেম্বর।সন্ধ্যায় উপজেলার বিলাইছড়ি ইউনিয়নের দুর্গম কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিলাইছড়ি পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় গরুর ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দীপংকর তঞ্চঙ্গ্যার পরিবার এবং লক্ষ্মীবালা মারমার পরিবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে লক্ষ্মীবালা মারমার পক্ষের লোকজন ধারালো দা দিয়ে দীপংকর এবং শ্রীকান্তকে কোপালে ঘটনাস্থলে দীপংকর মারা যান। স্থানীয়রা শ্রীকান্তকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মরদেহগুলো থানায় নিয়ে আসার ব্যবস্থা করেছি। অপরাধীরা পালিয়ে গেছে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

Bootstrap Image Preview