Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ট্যাক্স ফাঁকি দেওয়ায় প্রবাসীর বিলাসবহুল গাড়ি জব্দ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের ভেতরে থেকে গাজীউর রহমান নামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে জব্দ করা হয়েছে বিলাশবহুল বিএমডব্লিউ কার। শুক্রবার সিলেট শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই কার জব্দ করে।

সিলেট কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আমরা গাড়িটি সাময়িকভাবে জব্দ করে ইউপি মেম্বারের জিম্মায় রেখেছি এবং স্থানীয় পুলিশকে অবহিত করেছি। শনিবার গাড়িটি আমাদের জিম্মায় নিয়ে যাব। এরপর যদি এর মালিক বৈধ কাগজ দেখাতে পারেন তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, অভিযানের খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে হাবিবুর রহমান জানান, তারা শুল্ক বিভাগকে সব ধরনের সহায়তা করবেন। গাড়িটি জব্দ করে রাখার জন্য দু’জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আজগর আলী জানান, গাড়িটি আমার জিম্মায় আছে। শনিবার সকালে গাড়ির মালিক গাজিউর রহমান ঢাকা থেকে এসে চাবি দিবেন এবং পুলিশের কাছে হস্তান্তর করবেন।

গাজীউর রহমানের আইনজীবী এডভোকেট আব্দুল হাই জানান, সরকারের যেকোনো দপ্তর গাড়ি নিতে চাইলে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করব। আমরা বিষয়টি আইনগতভাবেই দেখব।

Bootstrap Image Preview