Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত সৌদি হেলিকপ্টার, নিহত সবাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় একটি সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সৌদি আরবের সীমান্তের কাছে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে বলে হুতিদের দাবি। খবর: ইয়েনি শাফাক

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টুইট বার্তায় বলেন, ওই সৌদি অ্যাপাচি হেলিকপ্টারটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। মাটিতে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়। এতে এর দুই পাইলট নিহত হয়েছেন। গোটা হেলিকপ্টারটি ভস্মীভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কেননা এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি সৌদি নেতৃত্বাধীন জোট। ৪ বছরেরও বেশি সময় ধরে হুতিদের সঙ্গে সৌদিজোটের যুদ্ধ চলে আসছে।

Bootstrap Image Preview