Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে স্বর্ণের বার ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকা থেকে বৃহস্পতিবার স্বর্ণের বারসহ রনজিত আচার্য্য (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ইউনিক পরিবহন বাস থেকে নেমে পায়ে হেঁটে সিটি গেইট অতিক্রম করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সিটি গেট এলাকার কাছে পুলিশ চেকপোস্ট পার হওয়ার সময় রঞ্জিতকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে সাড়ে নয় লাখ টাকার মূল্যের দুটি স্বর্ণের বার, একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার রুপি ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক এই ভারতীয় নাগরিক দীর্ঘদিন থেকে স্বর্ণ পাচারের সাথে জড়িত ছিল। সে নিয়মিতভাবে বাংলাদেশ হতে অবৈধ স্বর্ণের বার চোরাচালানের মাধ্যমে ভারতে নিয়ে অবৈধভাবে ব্যবসা করছে। এর আগে সে বেশ কয়েকবার অবৈধভাবে স্বর্ণের বার বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়।

Bootstrap Image Preview