ঘন কুয়াশার কারণে গতকাল শনিবার চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে। প্রকৃতিতে চলছে হেমন্তকাল। দুই সপ্তাহ পরেই শুরু হবে শীত মৌসুম। এখনি শীতের আগমন ধ্বনি জানিয়ে দিচ্ছে হিম বাতাস আর ঘন কুয়াশা। দিনের বেশ কিছুটা সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে রাজধানী ও এর বাইরের জেলা শহরগুলো।
নির্দিষ্ট সময়ে ফ্লাইট অবতরণ করতে না পারায় যথাসময়ে কোনো ফ্লাইটই ছাড়তে পারেনি। এমনই ঘন কুয়াশার কারণে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ঢাকায় প্লেন চলাচল ব্যাহত হয়েছে।
এদিকে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে গেছে। একইভাবে সিঙ্গাপুর থেকে রওয়ানা হওয়া ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে গিয়ে।
মৌসুমের প্রথম কুয়াশায় এমন বিপর্যস্ত অবস্থার বিষয়ে সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৬টা থেকে সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত বন্ধই রয়েছে (সকাল সাড়ে ৮টা)। রোদ উঠলে এবং কুয়াশা কমলে ওঠা-নামা স্বাভাবিক হবে।