রাজশাহী নগরীর মেহেরচন্ডি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বখাটে কিশোর। ঘটনাটি বুধবার রাত আটটার। পরে স্থানীয়রা মারুফ হোসেন সায়েম (১৫) নামে বখাটেকে ধরে পুলিশের সোপর্দ করেছেন।
সূত্র জানায়, মারুফ হোসেন সায়েম মেহেরচন্ডি পশ্চিমপাড়ার এনামুলের ছেলে। মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়ে সে নবম শ্রেণিতে অধ্যায়নরত। স্থানীয়ভাবে বখাটে কিশোর হিসেবে পরিচিত মারুফ এর আগেও নানা অপকর্ম করেছে বলে অভিযোগ রয়েছে। বুধবার স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করলে এলাকাবাসী তাকে আটক করে।
নগরীর চন্দ্রিমা থানার ওসি শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,‘ ধর্ষণ ঘটনার সময় শিশুটির বাবা-মা বাড়ির পাশে অবস্থান করছিলেন। এই সুযোগে প্রতিবেশি মারুফ বাড়িটিতে ঢুকে পড়ে। শিশু মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মারুফকে আটক করে।'
ক্ষুদ্ধ এলাকাবাসি গণপিটুনির পর মারুফকে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।