গাজীপুরের মাওনা এলাকায় ইসমাইল স্পিনিং কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে আটটায় প্রথমে নোমান গ্রুপের ওই কারখানার একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে যায় পাশের আরেকটি তুলার গোডাউনে। এ ঘটনায় এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন।
পরে প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় সকাল ১১টায় শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নাহিদ মাহমুদ আরটিভি অনলাইনকে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
কারখানা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কারখানায় শ্রমিকরা এসেই আগুন দেখতে পায়।পরে তাৎক্ষণিক কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়। একইসঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। গুদামে সুতা তৈরির জন্য তুলা রাখা ছিল বলেও তারা জানিয়েছেন।