Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মিশরের পেঁয়াজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৮:১১ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ০৮:১১ PM

bdmorning Image Preview


মিশর থেকে উড়িয়ে আনা পেঁয়াজ বগুড়ায় ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা করে দাম হওয়ায় ভোক্তাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের সার্কিট হাউস মোড়ে পেঁয়াজ বিক্রি করেছে বাংলাদেশ ট্রেডিং করর্পোরেশন(টিসিবি)।

বগুড়া জেলা প্রশাসন সুত্রে জানা যায়, মিশর থেকে বিমানে করে পেঁয়াজ নিয়ে আসা হয়। সেই পেঁয়াজ ঢাকা থেকে রাজশাহী, এরপর রাজশাহী থেকে বগুড়ায় এনে টিসিবির ডিলারের মাধ্যমে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা করে দাম হওয়ায় ভোক্তাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

এর আগে পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এসময় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিসিবির ডিলার গালীব ট্রের্ডাসের মালিক আব্দুর রশীদ জানান, বুধবার ২ টন পেঁয়াজ ট্রাকে করে রাজশাহী থেকে নিয়ে আসা হয়। প্রতিজনকে এক কেজি করে পেঁয়াজ সরবরাহ করা হয়। পেঁয়াজগুলো মিশর থেকে নিয়ে আসা। আগামী রোববার আবারও সমপরিমাণ পেঁয়াজ বিক্রি করা হবে।

Bootstrap Image Preview