Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্মঘট প্রত্যাহারের পর সদরঘাটে নৌযান চলাচল শুরু  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট টানা ছয় ঘণ্টা চলমান থাকার পর তা প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ছয়টা থেকে এই সংগঠনের ডাকা ধর্মঘটে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হলে দুপুর ১২টায় সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের দিকে নৌযান চলাচল শুরু হয়।

সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, দুপর ১২টার পর চারটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে। দক্ষিণাঞ্চল থেকে ভোররাত থেকে এখন পর্যন্ত ৫৫টি লঞ্চ এসেছে। তবে যাত্রীদের উপস্থিতি কম ছিল।

বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন বলেন, বরিশালের চরমোনাইয়ে মাহফিল ও নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে যাত্রীবাহী নৌযানের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ১৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মালবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ধর্মঘটের বিষয়টি আমরা জানতাম না। কেন তারা প্রত্যাহার করেছে, এটা তাদের ব্যাপার। তবে তাদের যদি কোনো স্বার্থসিদ্ধির ব্যাপার থাকত, তাহলে আমাদের সঙ্গে আলাপ–আলোচনার মাধ্যমে তা সমাধান করা যেত। কিন্তু অহেতুক ছয় ঘণ্টার ধর্মঘট ডেকে যাত্রীদের দুর্ভোগ ও হয়রানি করেছে। এটা ঠিক নয়।’

ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক আবদুর রহমান বলেন, নৌযান শ্রমিকদের একাংশের নেতারা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নিলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

 

 

Bootstrap Image Preview