Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহী সীমান্ত থেকে আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ১১:০১ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৯, ১১:০১ AM

bdmorning Image Preview


পতাকা বৈঠকের পর রাজশাহীর বাঘার সীমান্ত থেকে আটক তিন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে নিয়ে আসে।

তিন বাংলাদেশি জেলে হলেন– বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ বাবু (২২), চারঘাটের রাওথা গ্রামের ইয়াজ মণ্ডলের ছেলে এনামুল হক (৪৫) ও একই গ্রামের সাজদার রহমানের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।

মীরগঞ্জ বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বাঘা ও চারঘাট উপজেলার সীমান্তের মীরগঞ্জ ও রাওথার পদ্মা নদীর মাঝামাঝি স্থানে মাছ ধরতে যান ওই তিনজন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার খাসমহল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

পরে মীরগঞ্জ ক্যাম্পের বিজিবি ও খাসমহল ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এ বৈঠকে আটকদের বিকাল ৪টার দিকে বিজিবির হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবদুল মান্নান বলেন, আমাদের কাছে বিএসএফ সকাল সাড়ে ৯টায় একটি মেসেজ দেন, ভারতের সীমান্তের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে তিন বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। তার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিকালে ফিরিয়ে আনা হয়েছে। তবে আটককৃতদের বাঘা থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

শনিবার সকালে বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের তছির উদ্দিনের ছেলে এরাজুল ইসলাম ও মৃত মিনু মণ্ডলের ছেলে সুমন আলীকে ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আটক করেন।

এ বিষয়ে বাঘা উপজেলার মীরগঞ্জ বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়। তবে তারা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ দুই শ্রমিকের বিষয়ে কোনো সাড়া দেননি।

Bootstrap Image Preview