লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তিনি পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হতে আগ্রহী নন। লেবাননে সম্প্রতি যে বিক্ষোভ হয়েছে তারপর সাদ হারিরি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান। হারিরি সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি এবং দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়ার অভিযোগে সাধারণ মানুষ বিক্ষোভে নামেন।
জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেও সাদ হারিরি এবং সাবেক মন্ত্রিসভার সদস্যরা লেবাননের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। নতুন সরকার গঠনের পর তারা সরে যাবেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাদ হারিরি গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন- তিনি আর পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী নন। তিনি চান নতুন কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন। তিনি বলেন, দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি মনে করি আমার পরিবর্তে অন্য কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া একেবারেই সহজ হবে না। দেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মতামতের ভিত্তিতে সরকার গঠন করতে হবে। সে ক্ষেত্রে নতুন সরকার গঠনের প্রক্রিয়া বেশ জটিল হবে। এছাড়া, লেবাননের রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে গত শুক্রবার হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে- যুক্তরাষ্ট্র চায় তাদের প্রতিনিধিত্বকারী সরকার কিন্তু আমরা চাই লেবাননের জনগণের প্রতিনিধিত্বকারী সরকার।