Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯, ১০:০৫ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৯, ১০:০৫ PM

bdmorning Image Preview


আগামী ১ ডিসেম্বর থেকে তিন বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, তাদের পক্ষ থেকে দেওয়া ১৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে এই কর্মসূচি চলবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব, পেট্রোলপাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস্ অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান রতন এই ঘোষণা দেন।

মিজানুর রহমান রতন বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে সরকার প্রতিশ্রুতসহ ১৫ দফা দাবি মানা না হলে আগামী ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পাম্পে কর্মবিরতি পালন করা হবে। এসময় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ মোমিন দুলাল, বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ এআরএম খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি এবিএম সিদ্দিক, উত্তরবঙ্গ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার সভাপতি আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, পেট্রোলপাম্প মালিক আবদুর করিম, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview