Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে লেখক-বুদ্ধিজীবীদের ঢালাওভাবে আটকের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯, ০৯:৫০ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৯, ০৯:৫০ AM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশ সৌদি আরবে গত কয়েক দিনে অন্তত আটজন লেখক ও বুদ্ধিজীবীকে আটক করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছে দেশটির লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন (এএলকিউএসটি)। 

সংগঠনটির দাবি, মুক্তভাবে মত প্রকাশের মাধ্যমে সৌদির রাজ পরিবারের বিরুদ্ধে কথা বলায় বিশিষ্ট এই ব্যক্তিদের ঢালাওভাবে আটক করা হয়েছে। মূলত দেশটির রাজতন্ত্রের চলমান অভিযানের অংশ হিসেবে তাদের এই শাস্তি দেওয়া হলো।

এর আগে গত সপ্তাহে রাজধানী রিয়াদ ও দেশটির লোহিত সাগর উপকূলবর্তী জেদ্দা শহর থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়। সাধারণ পোশাক পরিহিত একদল পুলিশ এসে তাদের আটক করেন। মূলত এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

অভিযানে আটককৃতরা হলেন- ব্লগার আবদুল আজিজ আল-হাইস, ব্লগার আবদুল রহমান আল-শেহরি, লেখক বদর আল-রাশেদ, লেখক আবদুল মাজেদ সৌদ আল-বালাভি ও ব্লগার ফুয়াদ আল-ফারহান। তাছাড়া আটক বাকিদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

যদিও সৌদি প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করা হয়নি।

Bootstrap Image Preview