Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিহতের ২২ দিন পর আব্দুর রহিমের লাশ হস্তান্তর করল বিএসএফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত গরু ব্যবসায়ী আব্দুর রহিমের লাশ ২২ দিন পর রবিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাগাডাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার আব্দুল আজিজ ও মহেশপুর থানার এস.আই শরিফুল ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ধানতলা কোম্পানি কমান্ডার অনিল কুমার ও পুলিশের এস.আই সুমন দাস।

বিজিবি জানায়, রবিবার রাতে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০ এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মহেশপুর থানা পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হয়।

গত ৩ নভেম্বর ভোর রাতে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে বাউলী গ্রামের কাসেম আলীর ছেলে আব্দুর রহিম গরু আনতে গেলে নদীয়া জেলার ধানতলী থানার হাবাশপুর ক্যাম্পের ৮ বিএসএফের গুলিতে নিহত হয়।

Bootstrap Image Preview