Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ‘কলঙ্ক’ থেকে মুক্তি পেতে সাধুর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরে বন্ধু সেবক ব্রহ্মচারী নামে এক সাধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বন্ধু সেবক ব্রহ্মচারী শ্রীধাম শ্রীঅঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সহ-সেবায়েত ছিলেন।

সোমবার সকালে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বিল্লাল হোসেন জানান, বন্ধু সেবক মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন। সেখানে শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারীর সঙ্গে বিরোধের জেরে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ আছে।

এ বিষয়ে বন্ধু সেবক ব্রহ্মচারীর সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারী জানান, সম্প্রতি তার বিরুদ্ধে দুই নারী যৌন হয়রানি অভিযোগ তোলেন। এটা নিয়ে বন্ধু সেবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

এদিকে সোমবার ভোরে বন্ধু সেবকের ফেসবুক আইডি থেকে ‘জীবনের শেষ লেখা শেষ কথা’ শিরোনামে একটি স্ট্যাটাস লেখা হয়।

সেখানে তিনি লিখেন, ‘এভাবে পৃথিবী ছেড়ে যাবার কথা ছিল না। পরিস্থিতির কারণে যেতে হচ্ছে। কলঙ্ককে মৃত্যুর সমান মনে করি। এর জন্য দায়ী শ্রীঅঙ্গন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু। তারই ষড়যন্ত্রের শিকার হয়েছি।

দুই নারীকে আমার বিরুদ্ধে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করে মানুষ। অনুরোধ করব দুর্বলতা ঝেড়ে ফেলুন। জেগে ওঠুন। বহুমুখী গণতন্ত্রের ভিত্তিতে সংগঠন গড়ে তুলুন। মহানাম সম্প্রদায়ে সাধুর অভাব নেই। আছে শুধুই মনের অভাব। সবাইকে ডেকে ঐক্য গড়ে তুলুন।’

Bootstrap Image Preview