ক্রেডিট কার্ডে অনলাইনে আন্তর্জাতিক লেনদেনে অনুমতির নিয়ম বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এর ফলে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে লেনদেনের আগে গ্রাহককে আর ‘অনলাইন ট্রানজেকশন অথরাইজেশন ফর্ম (ওটিএএফ) পূরণ করে জমা দিতে হবে না।
এতে বলা হয়েছে, সম্প্রতি ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে আন্তর্জাতিক লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে আগেই আবেদনপত্র জমা দিতে হবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন থেকে আন্তর্জাতিক লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংকের আর অনুমতি নিতে হবে না। আগের নিয়মেই গ্রাহক নিজেদের ইচ্ছেমত লেনদেন করতে পারবেন
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ রোববার এক সার্কুলারে জানায়, অনলাইনে লেনদন সহজ করতে তাদের এই সিদ্ধান্ত।
তবে কেউ যাতে বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন ক্যাসিনোতে বা জুয়ায় টাকা খরচ করতে না পারে, বিদেশি স্টক মার্কেটে বিনিয়োগ করতে না পারে, ক্রিপ্টো কারেন্সি বা লটারি টিকেট কিনতে না পারে, কিংবা অবৈধ কোনো সেবা বা পণ্য যাতে কিনতে না পারে তা ব্যাংকগুলোকে নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।