Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইলিয়াস কাঞ্চনঃ আমাদের সুপারম্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ১১:০০ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ১১:০০ PM

bdmorning Image Preview


২৫ বছর একাই করে গেছেন সংগ্রাম। নিরাপদ সড়কের দাবিতে পর্দার নায়ক রূপান্তরিত হয়েছেন বাস্তবের নায়কে। বলছি রাজপথের এক সংগ্রামী মানুষ ইলিয়াস কাঞ্চনের কথা। ২৫ বছর আগে সড়কে স্ত্রীকে হারিয়ে হৃদয়ে রক্তক্ষরণ বয়ে বেড়াচ্ছেন আজও। সেই ক্ষরণ থেকেই সড়ক নিরাপদ করতে নিরবচ্ছিন্ন ছুটে চলছেন তিনি।

নিরাপদ সড়কের লড়াইয়ে নিবেদিত এই মানুষটিকেও সম্প্রতি হতে হলো অপমানিত। ইলিয়াস কাঞ্চনের আন্দোলনে সমর্থন জানিয়েছে সরকারও। ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করেছে সরকার।

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে পরিবহন শ্রমিকেরা কর্মবিরতিও পালন করেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা রাজপথে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করেছে। ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পোস্টার বানিয়ে অসম্মান করা হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে। পরিবহন শ্রমিকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে সাধারণ মানুষ।

ফেসবুকে ঢুকলেই দেখা যায়, ইলিয়াস কাঞ্চনকে বাস্তবের নায়ক উল্লেখ করে অসংখ্য স্ট্যাটাস। কেউ কেউ গ্রাফিক্সের মাধ্যমে ইলিয়াস কাঞ্চনকে সুপারম্যান হিসেবেও তুলে ধরেছেন। ইলিয়াস কাঞ্চনের নানা সিনেমার নামের ওপর নির্ভর করেও তৈরি করা হয়েছে পোস্টার।

তারকারাও ইলিয়াস কাঞ্চনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাইয়ের পাশে শিল্পী সমিতি থাকবে। যারা নিরাপদ সড়ক চায় না তারা দেশের ও সমাজের শত্রু। যারা ইলিয়াস কাঞ্চন ভাইকে অপমান করেছে তাদেরকে শিল্পী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। কাঞ্চন ভাই দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করে আসছেন, এটা আমাদের গর্বের বিষয়।’

চিত্রনায়ক রুবেল বলেন, ‘নিরাপদ সড়কের দাবি নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে দেশের মানুষ রয়েছেন। তাকে নিয়ে যেসব মানুষ বাজে পোস্টার ছাপিয়েছে তারা নোংরা মনের পরিচয় দিয়েছেন। আমি এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনার দাবি জানায়।’

চিত্রনায়ক সাইমন বলেন, ‘সারা দেশের মানুষ সবাই নিরাপদ সড়ক চাই। এটার বিরোধিতা করার কোনো কারণ নেই।’

Bootstrap Image Preview