Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক ফেডারেশনের বৈঠক, ৩০ জুন পর্যন্ত আন্দোলন নয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ১০:৫৬ AM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview


পরিবহন নেতারা ধর্মঘট প্রত্যাহারের আশ্বাস দেওয়ার পরও দেশের বিভিন্ন এলাকায় বন্ধ দূরপাল্লার যান চলাচল। এ পরিস্থিতিতে শনিবার রাতে আবারও পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরর সভাপতি শাজাহান খান এমপির নেতৃত্বে অন্তত ৩০ জন শ্রমিক নেতা বৈঠকে উপস্থিত হন। 

নতুন সড়ক পরিবহন আইন ইতোমধ্যেই কার্যকর হলেও ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসসহ কয়েকটি বিষয়ে আগামী ৩০ জুন পর্যন্ত শিথিলতা প্রদর্শন করবে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর এ নির্দেশনা ও আইনের কয়েকটি ধারা পুনর্বিবেচনার আশ্বাসে ৩০ জুন পর্যন্ত কোনো আন্দোলনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরর সভাপতি, সংসদ সদস্য শাজাহান খান।

জানা যায়, রাত সোয়া নয়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক বিভাগ, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview