প্রধানমন্ত্রী সা'দ হারিরির পদত্যাগের পর লেবাননে একটি নতুন সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্র প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। খবর রয়টার্সের।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সা’দ হারিরি পদত্যাগ করার পর প্রায় এক মাস ধরে দেশটিতে কার্যকর কোনো সরকার নেই।
হিজবুল্লাহ’র উপ মহাসচিব শেখ নাঈম কাসেম শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন সরকার লেবাননে সরকার গঠনে বাধা দিচ্ছে।
তিনি আরও অভিয়োগ করেন, যুক্তরাষ্ট্র লেবাননে তার অনুগত একটি সরকারকে ক্ষমতায় দেখতে চায় কিন্তু আমরা চাই এদেশের জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার গঠিত হোক।
যুক্তরাষ্ট্র লেবাননের রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগোযোগ রক্ষা করছে বলেও জানান শেখ কাসেম।
লেবাননের প্রশাসনে দুর্নীত ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে গতমাসের গোড়ার দিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এর জের ধরে অক্টোবরের মাসের শেষদিকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সা’দ হারিরি।