Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে নিহত ৮ বরযাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০৪:৩৩ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৯, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জে শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোর সংঘর্ষে আট বরযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।শুক্রবার ‍দুপুরে ‍উপজেলার ষোলগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকার কামরাঙ্গীরচর যাচ্ছিল। জুমার নামাজের সময় উপজেলার ষোলগড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আটজন নিহত হয়। এছাড়া মাইক্রোবাসের আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতদের সবার বাড়ি লৌহজং উপেজেলার কনকসার গ্রামে। তারা সবাই বিয়ের অনুষ্ঠানে ঢাকার কামরাঙ্গীরচর যাচ্ছিলেন।

এছাড়া দুর্ঘটনায় বাসের ১২ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview