নিরাপদ সড়ক নিশ্চিতে নতুন সড়ক আইন মানার আহ্বান জানিয়ে সবাইকে সাবধান ও সতর্ক হওয়ার ওপর জোর দিতে বলেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ ২০১৯’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বলেন, আমাদের সন্তানরা যদি আর একবার রাস্তায় নামে তাহলে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক কারো পিঠের চামড়া থাকবে না।
এ সময় সড়ক পরিবহন আইন, সচেতনতা ও ট্রাফিক পক্ষের নানা বিষয় তুলে ধরেন তিনি। সভার আগে বিপুল পরিমাণ হাইড্রোলিক হর্ন ধ্বংস করে ট্রাফিক পক্ষের উদ্বোধন করা হয়। ডিএমপির এই ট্রাফিক পক্ষ ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।