Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview


আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জেলা প্রশাসনের নেয়া ১৪৪ ধারা চলছে টাঙ্গাইল শহরে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা তিনদিন এই ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ।

সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থতি মোকাবেলা করতে পুলিশ তৎপর রয়েছে।

শহরের অধিকাংশ প্রবেশদ্বারে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লালি করা হচ্ছে।

টাঙ্গাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, আওয়ামী লীগের দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশংকা আছে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আমরা জনগণের জানমাল রক্ষার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আর নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা করলে এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের বিরোধী পক্ষ।

Bootstrap Image Preview