Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হোটেলে মেয়রের অভিযান: ১২ নারী-পুরুষ আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০৯:১০ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview


লেট নগরীর লালবাজার এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে ওই এলাকার আজাদ বোর্ডিং থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত পাঁচ নারী ও সাতজন পুরুষকে আটক করা হয়। পরে হোটেলটি সিলগালা করে দেয়া হয়।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বন্দরবাজারে পরিদর্শনে গেলে স্থানীয় ব্যবসায়ীরা মেয়রের কাছে হোটেলে অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানান। পরে তাৎক্ষণিক মেয়র পুলিশ সদস্যদের নিয়ে আজাদ বোর্ডিং আবাসিক হোটেলে অভিযান চালান। এসময় ১২ জনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে হোটেলটি সিলগালা করা হয়েছে।

Bootstrap Image Preview