Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ পরিবহণ শ্রমিকদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ১১:৪৩ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview


সকাল থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহণ শ্রমিকরা। এতে সব ধরণের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা ।  

এদিকে নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে দেশের ১৫ জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে।  পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

ঝিনাইদহে সকাল থেকে শুরু হওয়া মটর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে ভোগান্তি চরমে পৌঁছেছে। ২য় দিনের মত শেরপুর থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। ফলে শেরপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল করছেনা।

চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস বন্ধ থাকায় অন্যান্য যানবাহনে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এছাড়া, বরিশাল, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ময়মনসিংহ, মাদারীপুর, পিরোজপুর, মেহেরপুর, টাঙ্গাইলসহ ১৪ জেলায় বন্ধ আছে বাস চলাচল ।  

শ্রমিকরা বলছেন, অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। এ কারণে আইন সংশোধনের দাবি জানান তারা।

Bootstrap Image Preview