Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চালকল মালিকদের সতর্ক করলেন খাদ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


চালের দাম যেন পিয়াজের মতো অস্বাভাবিক না হয় বলে চালকল মালিকদের সতর্ক করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রবিবার সকালে খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে এক বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, পিয়াজের দামের মতো চালের দামও যেন অস্বাভাবিক পর্যায়ে চলে না যায়, সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

পিয়াজ নিয়ে অযথা একটা কেলেঙ্কারি হয়েছে। চাল নিয়ে পিয়াজের মতো এরকম যেন না হয়, সেজন্য আপনাদের ডেকেছি বলেও এসময় মন্ত্রী বলেন।

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে পত্র-পত্রিকায় দেখছি চালের দাম বাড়ছে। তবে এখনো আমাদের মজুদ অনেক বেশি। পিয়াজের দামের মতো চালের দাম নিয়েও যেন কোনো সমস্যা না হয়, সহনীয় বাজার যেন অস্বাভাবিক পর্যায়ে চলে না যায়। 

Bootstrap Image Preview