নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি'(দুপ্রক)'র আয়োজনে শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের এ শপথপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল। আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক তাজ উদ্দিন শাহীন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবদুলাল মজুমদার, শিক্ষিকা হোসনেরা বেগম, ফাতেমা খাতুন, শিক্ষক মিলন চন্দ্র দাস, স্বপন চন্দ্র মজুমদার, দুপ্রক সদস্য নুরুল করিম শাহজাহান, আশ্রাফুল ইসলাম লিংকন, ডাক্তার ইব্রাহিম সিরাজী, মোহাম্মদ সোহেল, সুজন মাহমুদ, কামরুল হাসান সুমন, মোহাম্মদ রিপন, মোহাম্মদ হেলাল আরেফিন প্রমুখ।
সততা সংঘের সমাবেশে প্রধান অতিথি আজম পাশা চৌধুরী রুমেল বলেন,তোমাদেরকে সবকিছুর আগে দেশকে ভালোবাসতে হবে, ঠিক তেমন করে ভালোবাসতে হবে যেমন করে তোমরা তোমাদের মা'কে ভালোবাসো, তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। যে দেশকে ভালোবাসে সে কখনো কোনো অন্যায় করতে পারেনা, দুর্নীতি করতে পারেনা। সে সবার আগে দেশের কথা ভাবে, মানুষের কথা ভাবে।
দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক তাজ উদ্দিন শাহীন বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন বলেই, বিশ্বের মানচিত্রে আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচিত হয়েছি। যাঁরা এই দেশের জন্য নিজের জীবন দিতে দ্বিধাবোধ করেননি, তোমরাই তাঁদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে।
যে জাতীয় সংগীত তোমরা প্রতিদিন গাও, সেই জাতীয় সংগীতের কথাগুলো তোমাদের বুকের মধ্যে ধারণ কোরো। যে পতাকাকে তোমরা প্রতিদিন স্যালুট দাও, সেই পতাকার সম্মান রাখবে। যে শপথবাক্য তোমরা প্রতিদিন পাঠ করো, শপথবাক্যের কথাগুলো সবসময় মনে রাখবে। দেখবে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবেনা।
এ সময় দুপ্রক সাধারন সম্পাদক শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথপাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।