Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুষ্টিয়ায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পুলিশের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


কুষ্টিয়ার বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযান চালানো হয়। 

জানা গেছে, অভিযান চলাকালে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে দেন তিনি। পুলিশের পক্ষ থেকে বলা হয়, পেঁয়াজ কেজি প্রতি ২০০ টাকার মধ্যে বিক্রি করতে হবে।

এ ব্যাপারে এসপি এস এম তানভীর আরাফাত সাংবাদিকদের বলেন, অভিযানের শুরুতেই পৌরবাজারে পেঁয়াজের কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা দাম কমে এসেছে। এমন অভিযান জেলার বিভিন্ন উপজেলায়ও চালানো হবে। কেউ ইচ্ছেমতো পেঁয়াজের দাম হাঁকালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনের মধ্যে থেকে অভিযুক্ত ব্যবসায়ীদের জেল জরিমানা করা হবে।

Bootstrap Image Preview