Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গোপসাগরে বিকল ট্রলার থেকে ১১৯ রোহিঙ্গা উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


সেন্টমার্টিনসংলগ্ন বঙ্গোপসাগর থেকে একটি কাঠের বিকল ট্রলার থেকে ১১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে পুরুষ ছাড়াও নারী ও শিশু ছিল।

এসব রোহিঙ্গা সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিল বলে জানিয়েছেন কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড সদস্য স্থানীয় স্টেশন কমান্ডার লে. এম জোসেল রানা বলেন, বৃহস্পতিবার সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের অদূরে একটি কাঠের নৌযান ভাসতে দেখেন কোস্টগার্ডের দক্ষিণ-পূর্ব জোনের একটি বিশেষ টহল দল। সেখানে পৌঁছে তারা দেখেন নৌযানটি বিকল হয়ে গেছে। এর ভেতর থেকে ১১৯ রোহিঙ্গা উদ্ধার করেন তারা।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৪৭ পুরুষ, ৫৮ নারী এবং শিশু ১৪ জন বলে জানান তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর তাদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হই। সন্ধ্যায় তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত মানবপাচারকারী কোনো দালালকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান কমান্ডার লে. এম জোসেল রানা।

Bootstrap Image Preview