Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চার ক্যামেরার স্মার্টফোনের দাম কমিছে হুয়াওয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ১২:২০ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দেশের বাজারে নোভা থ্রি আই মডেলের স্মার্টফোনটির দাম ৩ হাজার টাকা কমিয়েছে হুয়াওয়ে। ফোনটির দাম এখন ১৯ হাজার ৯৯৯ টাকা। হুয়াওয়ের দাবি, গত বছরের আগস্ট মাসে বাজারে আনা নোভা থ্রিআই ফোনটি দেশের বাজারে ক্রেতাদের পছন্দের তালিকায় ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চার ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চি ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে।

হুয়াওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাম কমানো ছাড়াও নোভা থ্রিআই মডেলের সঙ্গে একটি হেডফোন বিনা মূল্যে দেবে হুয়াওয়ে।

নোভা সিরিজের ফোনটিতে রয়েছে ২৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সরবিশিষ্ট ফ্রন্ট এআই ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর, ১৬ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সরবিশিষ্ট রিয়ার ক্যামেরা। ফোনটির রম ১২৮ জিবি। এর র‍্যাম চার জিবি।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, নোভা সিরিজের ফোন সব সময়ই তরুণ ও ফ্যাশনপ্রেমীদের আকৃষ্ট করে। তাঁদের জন্য এ সিরিজের জনপ্রিয় ফোন নোভা থ্রি আইয়ের দাম কমানো হয়েছে।

Bootstrap Image Preview